বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেটে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল রা:-এর দরগাহ মসজিদ প্রাঙ্গণে বাদ জুমা সিলেট জেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুকের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের দলীয় প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সিলেট-৪ আসনের প্রার্থী আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামাল নুরুল হুদা ও শহিদ আহমদ চেয়ারম্যান, উপদেষ্টা অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, আনোয়ার হোসেন মানিক ও অ্যাডভোকেট আবু তাহের, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আল আসলাম মুমিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একই সময়ে দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটের বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষে খালেদা জিয়ার সুস্থতাসহ দেশের গণতন্ত্র, শান্তি ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা এবং তারেক রহমানের শান্তিপূর্ণ স্বদেশ প্রত্যাবর্তনের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া আদায় করা হয়।



