বরিশালে অনশন ভাঙেনি শিক্ষার্থীরা, ফিরে গেলেন স্বাস্থ্যের মহাপরিচালক

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজে হাসপাতালে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের নিয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা: মো: আবু জাফর শিক্ষার্থীদের অনশনস্থলে আসেন এবং তাদের সাথে কথা বলেন।

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
বরিশালে অনশন ভাঙেনি শিক্ষার্থীরা, ফিরে গেলেন স্বাস্থ্যের মহাপরিচালক
বরিশালে অনশন ভাঙেনি শিক্ষার্থীরা, ফিরে গেলেন স্বাস্থ্যের মহাপরিচালক |নয়া দিগন্ত

বরিশালে স্বাস্থ্য খাত সংস্কারের তিন দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা। স্বাস্থ্যখাত সংস্কারের লক্ষে তিন দফা দাবিতে আমরণ অনশনে বসা শিক্ষার্থীদের সাথে দুই দফা কথা বলেও কোনো সুরাহা করতে পারেননি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা: মো: আবু জাফর।

স্বাস্থ্য উপদেষ্টা উপস্থিত হয়ে আন্দোলনকারীদের কথা না শুনলেই কেবল শিক্ষার্থীরা অনশন ভাঙবেন বলে জানিয়েছেন।

বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।

বেলা ১২টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজে হাসপাতালে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের নিয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা: মো: আবু জাফর শিক্ষার্থীদের অনশনস্থলে আসেন এবং তাদের সাথে কথা বলেন।

পরে তিনি হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে বরিশালের সামাজিক-রাজনৈতিক ও সাংবাদিক প্রতিনিধিসহ সেবা গ্রহীতাদের সাথে মেডিক্যাল কলেজের সভাকক্ষে মতবিনিময় করেন।

মতবিনিময় শেষে সেবা গ্রহীতাদের নিয়ে ফের বিকেল সাড়ে ৩টার দিকে আন্দোলনস্থলে আসেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক। অনশনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এক পর্যায় জুস খাইয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙানোর চেষ্টা করে ব্যর্থ হলে হাসপাতাল এলাকা ত্যাগ করেন অধ্যাপক ডা: মো: আবু জাফর।

অনশনকারী শাফিন মাহমুদ বলেন, ‘আমাদের ভাইয়েরা ১৭ দিন ধরে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের দুর্নীতি, অনিয়ম ও স্বাস্থ্যখাত সংস্কারের তিন দফা দাবি নিয়ে আন্দোলন করছেন। আমরাও তিন দিন ধরে অনশন করছি। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেয়া হয়নি। স্বাস্থ্য উপদেষ্টা এসে যতক্ষণ না পর্যন্ত কোনো সমাধান দেবেন ততক্ষণ পর্যন্ত আমরা অনশন করব। একজন শিক্ষার্থীর মৃত্যুর মধ্য দিয়ে যদি দেশের মানুষের সঠিক চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়, সেই মৃত্যু আমরা মেনে নেব।’

এদিকে আন্দোলনের প্রধান সমন্বয়কারী মহিউদ্দিন রনি বলেন, ‘স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের সাথে আমাদের কোনো প্রতিনিধির বৈঠক হয়নি, তার সাথে আমাদের আনুষ্ঠানিক কোনো কথা হয়নি। তবে তিনি অনশনরত শিক্ষার্থীদের কাছে গিয়েছিলেন তাদের সাথে কথাও বলেছেন। শিক্ষার্থীরা জানিয়েছে স্বাস্থ্য উপদেষ্টা না আসা পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন।’

মহিউদ্দিন রনি বলেন, ‘আমাদের এত সুশৃঙ্খল আন্দোলনের মধ্য দিয়েও কারো টনক নড়াতে পারিনি, তাই শিক্ষার্থীদের সাহসিকতা দেখে আমরাও গণ-অনশনে যাচ্ছি। একইসাথে ব্লকেড কর্মসূচি চলবে।’