কুমিল্লা শহরতলীর চাঁনপুরসহ একাধিক এলাকায় তিন দশক ধরে হয়ে উঠা জলাবদ্ধতার দুর্ভোগে পড়েছেন ৩০ হাজারেরও বেশি মানুষ। ফলে ওই এলাকার জলাবদ্ধতা নিরসনে খাল খনন করতে খালের নর্দমা পরিষ্কারে নামেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিন উর রশিদ ইয়াছিন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) কুমিল্লা বিএনপি ও স্বেচ্ছাসেবী সংগঠন বিবেক’র উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জানা গেছে, গত ৩০ বছর ধরে কুমিল্লা শহরতলীর চাঁনপুর এলাকায় জলাবদ্ধতার ভোগান্তি নিয়ে বসবাস করছে মানুষজন। বছরে একবার বৃষ্টি হলেই সারাবছর জলাবদ্ধ থাকে পুরো এলাকাজুড়ে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমের সংবাদ প্রকাশের পর জলাবদ্ধতার মূল কারণ হিসেবে খাল ভরাটকে দায়ী করে স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলীরা। এর পরিপ্রেক্ষিতে খাল খননের এ উদ্যোগ নেয়া হয়।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াসিন জানান, ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত খাল খনন কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এ কাজ হাতে নেয়া হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন বিবেকও পাশাপাশি কাজ করছে।’
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, ‘চাঁনপুর এলাকা থেকে জলাবদ্ধতা নিরসন হওয়ার আগ পর্যন্ত এ কর্মসূচি চলবে। ধারাবাহিক এ খাল খনন কর্মসূচিতে অন্তত ২৫০ জন স্বেচ্ছাসেবক ও নেতাকর্মীরা অংশ নিয়েছেন।’