গাজীপুরে অতিরিক্ত যাত্রী পরিবহনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ। এ সময় ২১ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
সড়কে শৃঙ্খলা ফেরাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
সড়কে শৃঙ্খলা ফেরাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান |ছবি : নয়া দিগন্ত

গাজীপুরে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকা, অতিরিক্ত যাত্রী পরিবহন, গাড়ির প্রয়োজনীয় কাগজপত্রাদি না থাকা ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোসহ বিভিন্ন অপরাধের দায়ে সাতজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৫ এপ্রিল) বিকেলে পৌরসভার টঙ্গি-ঘোড়াশাল ভায়া কালীগঞ্জ বাইপাস সড়কের বালীগাঁওয়ের মোড়ল মার্কেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালানো হয়।

সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ। এ সময় ২১ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে একটি যাত্রীবাহী বাস, দু’টি ডাম্প ট্রাক এবং চারটি মোটরসাইকেলকে সড়ক পরিবহন আইনের সাত মামলায় মোট ২১ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।

এ অভিযান পরিচালনার সময় ভ্রাম্যমাণ আদালতকে বেঞ্চ সহকারী আলামিন ভূইয়া, আনসার ও পুলিশ সহযোগীতা করেন।