সালাহউদ্দিন আহমেদ

আমরা এমন সংসদ গড়তে চাই, যেখানে কোনো সন্ত্রাসীর ঠাঁই হবে না

‘আমরা আগামীতে এমন একটা সংসদ গড়তে চাই যে সংসদে কোনো সন্ত্রাসীদের ঠাঁই হবে না’ বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চকরিয়া-পেকুয়ার আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Chakaria
সালাহউদ্দিন আহমেদ
সালাহউদ্দিন আহমেদ |নয়া দিগন্ত

‘আমরা আগামীতে এমন একটা সংসদ গড়তে চাই যে সংসদে কোনো সন্ত্রাসীদের ঠাঁই হবে না’ বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চকরিয়া-পেকুয়ার আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ আরো বলেন, ‘চকরিয়া চিংড়ি ঘের ও মাছঘোনা থেকে এখনো চাঁদাবাজি হচ্ছে, আজ থেকে কেউ চাঁদা দিবেন না, যারা চাঁদা নেয় তাদেরকে চিহ্নিত করে আমার কাছে লিখিত অভিযোগ দিন, তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেন, এদেশে একটি ভারত পার্টি, একটি পাকিস্তান পার্টি আর বাংলাদেশের পার্টি হচ্ছে বিএনপি।’

চকরিয়ায় সমাবেশে তিনি আরো বলেন, ‘অতীতে যারা ভুল করে ভারতপন্থি পার্টি করছেন, তাদেরকেও আমরা মাফ করে দিয়েছি, নেতারা আপনাদেরকে ফেলে ভারতে পালিয়ে গেছে, কিন্তু আপনাদের নিয়ে যায় নাই।’ সবার প্রতি আমাদের ভালোবাসা রয়েছে, আমরা আর বিশৃঙ্খলা চাই না বলে তিনি উল্লেখ করেন।

তিনি গত সোমবার চকরিয়া পৌরসভার সাবেক পৌর মেয়র আলমগীরের বাবার মৃত্যুর জানাজায় অংশে নেন।

উপজেলা সমাবেশে উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্ন, উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মোবারক আলী সহ মহিলা দলের নেতৃবৃন্দ ও নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।