চট্টগ্রাম থেকে অপহৃত ব্যক্তি ৩৮ দিন পর হাতকড়া অবস্থায় দামুড়হুদায় উদ্ধার

এর আগে বুধবার (২৫ জুন) সন্ধ্যার দিকে তাকে উদ্ধার করা হলেও তার পরিবারের কেউ থানায় যোগাযোগ না করায় তাকে থানা হেফাজতেই রেখে দেয়া হয়েছিল।

মনিরুজ্জামান সুমন, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

Location :

Chuadanga
আলমগীর হোসেন
আলমগীর হোসেন |নয়া দিগন্ত

চট্টগ্রাম থেকে অপহরণের এক মাসের বেশি সময় পর চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর থেকে আলমগীর হোসেন (৩০) নামের এক ট্রাকড্রাইভারকে হাতকড়া পরা অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। পরে তাকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়।

আলমগীর হোসেন চট্টগ্রাম জেলার ভুজপুর থানাধীন কাঞ্চনা গ্রামের ইউসুফ আলীর ছেলে।

রোববার (২৯ জুন) বিকেলে তাকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে বুধবার (২৫ জুন) সন্ধ্যার দিকে তাকে উদ্ধার করা হলেও তার পরিবারের কেউ থানায় যোগাযোগ না করায় তাকে থানা হেফাজতেই রেখে দেয়া হয়েছিল।

পুলিশ ও এলাকাবাসীর বর্ণনায় জানা যায়, গত ১৭ মে আলমগীর হোসেন চট্টগ্রামে ট্রাক থামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে পাশে গেলে একটি চক্র তাকে হাতকড়া পরিয়ে চোখ বেঁধে অপহরণ করে। পরে তাকে বিভিন্ন স্থানে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করে মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দেয়ায় তাকে ওই অবস্থায় বিভিন্ন জায়গায় নিয়ে আটক রাখে। পরে মঙ্গলবার তাকে দামুড়হুদার পুরাতন বাস্তপুর গ্রামের একটি ঘরে বন্দী করে রাখে। বুধবার সন্ধ্যায় ওই বাড়িতে কেউ না থাকায় আলমগীর ঘর থেকে বের হয়ে মেইন রাস্তা দিয়ে যাওয়ার সময় তার হাতে হাতকড়া পরানো দেখে স্থানীয়রা তাকে আটক করে। পরে দামুড়হুদা মডেল থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

দামুড়হুদা মডেল থানার পুলিশ তার পরিবারের সাথে যোগাযোগ করলেও এখন পর্যন্ত তার পরিবারের কোনো লোকজন থানায় এসে পৌঁছায়নি বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, দামুড়হুদা মডেল থানার পুলিশ পুরাতন বাস্তবপুর থেকে দুই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেন। পরে জিজ্ঞাসাবাদ করে তাদেরকে ছেড়ে দেয়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আলমগীর হোসেন নামের এক ব্যক্তিকে স্থানীয়দের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। ভিকটিমের পরিবারের সাথে যোগাযোগের জন্য সংশ্লিষ্ট স্থানে রিপোর্ট করা হয়েছে। অপহরণের ঘটনায় কোনো জিডি বা মামলা হয়নি। রোববার বিকেলে তাকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।