ডাকসুর জিএস ফরহাদকে লংগদুতে সংবর্ধনা

আমার এতদূর আসার পথ সহজ ছিল না। লংগদুর মতো প্রত্যন্ত এলাকায় পড়াশোনা করেছি, যেখানে শিক্ষক সংকট, সুযোগ-সুবিধার অভাব এবং সীমাহীন চ্যালেঞ্জ ছিল।

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি)

Location :

Rangamati
ডাকসুর জিএস ফরহাদকে লংগদুতে সংবর্ধনা
ডাকসুর জিএস ফরহাদকে লংগদুতে সংবর্ধনা |নয়া দিগন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদকে পার্বত্য রাঙামাটির লংগদু উপজেলায় বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ বুধবার সকালে উপজেলার গাথাছড়া বায়তুশ শরফ মাদরাসা মিলনায়তনে মাদরাসা কর্তৃপক্ষ ও সাবেক ছাত্র সংসদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বায়তুশ শরফ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, রাঙামাটি জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশিদকেও সংবর্ধনা দেয়া হয়।

এর আগে, মঙ্গলবার বিকেলে মাইনীমূখ লঞ্চঘাটে এস এম ফরহাদকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। পরে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে নিজ শিক্ষাপ্রতিষ্ঠান বায়তুশ শরফ মাদরাসায় নিয়ে যাওয়া হয়।

মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা ফোরকান আহমেদরে সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশিদ।

এছাড়া সহকারী শিক্ষক ইসমাইল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু সরকারি কলেজের প্রভাষক হারুনুর রশীদ এবং লংগদু প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মো: এখলাছ মিঞা খান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশিদ বলেন, ‘দেশের নেতৃত্বে এখন যোগ্য ও দেশপ্রেমিক তরুণদের প্রয়োজন। ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নেতৃত্ব প্রদর্শন করছেন, তা পার্বত্য অঞ্চলের তরুণদের জন্য অনুপ্রেরণাদায়ক।’

সংবর্ধিত অতিথি এস এম ফরহাদ বলেন, ‘আমার এতদূর আসার পথ সহজ ছিল না। লংগদুর মতো প্রত্যন্ত এলাকায় পড়াশোনা করেছি, যেখানে শিক্ষক সংকট, সুযোগ-সুবিধার অভাব এবং সীমাহীন চ্যালেঞ্জ ছিল। তবুও এই পাহাড়ি জনপদ থেকেই আজ আমি ডাকসুর জিএস হিসেবে দাঁড়াতে পেরেছি।’

তিনি আরো বলেন, ‘এলাকার অনেক শিক্ষার্থী প্রতিকূলতার মধ্যেও এগিয়ে যাচ্ছে। রাষ্ট্রের পক্ষ থেকে সামান্য সহযোগিতা পেলে পার্বত্য অঞ্চল থেকেই অনেক দক্ষ জনশক্তি তৈরি করা সম্ভব।’

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ বড় জয় পায়। এই প্যানেলের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন এস এম ফরহাদ। তিনি ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং গাথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সাবেক ছাত্র।