বরগুনার তালতলীতে দুলাভাইয়ের বাড়ি থেকে পরকিয়া প্রেমিকাসহ দু’যুগলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে তালতলী থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার ৪ নম্বর শারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া গ্রামে রহিম ডাক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম ইকবাল হাওলাদার। তিনি বরগুনার বেতাগী উপজেলার পূর্ব রানিপুর গ্রামের শুক্কুর হাওলাদারের ছেলে। প্রেমিকা পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার সুবিদখালী গ্রামের ডিভোর্সি লামিয়া বেগম বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার ২ এপ্রিল বিকেলে প্রেমিকা লামিয়াকে নিয়ে দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে আসেন ইকবাল হাওলাদার। বোন ও দুলাভাই ঢাকায় থাকায় তাদের আপ্যায়ন করেন রহিম ডাক্তার। ব্যাপারটি জানাজানি হলে ইকবাল ওই বাড়ির দোতালায় ওঠে প্রেমিকার ওড়না গলায় পেঁচিয়ে এবং প্রেমিকা লামিয়া নাইলনের রশি গলায় বেঁধে আত্মহত্যা করেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহজালাল বলেন, যুগলের আত্মহত্যার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। সুরাতহাল প্রতিবেদন ও লাশ নিয়ে পুলিশ এলে আইনিব্যবস্থা নেয়া হবে।