সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শামীম হোসেন (৩০) নামে শাহ সিমেন্ট কোম্পানির একটি ট্রাকের চালক নিহত হয়েছেন।
আজ সোমবার ভোরে মহাসড়কের বিশমাইল এলাকায় এ ঘটনা ঘটে।
শামীম হোসেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার আব্দুস সামাদের ছেলে।
সূত্রে জানা গেছে, ভোরে শাহ সিমেন্ট কোম্পানির একটি ট্রাক নিয়ে বিশমাইল এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার থানা রোডের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, শামীম হোসেনের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। দুপুর দেড়টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সাভার মডেল থানার এসআই মো: মেহেদী হাসান জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের উদ্দেশ্যেই চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলেও জানান তিনি।’