নালিতাবাড়ীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন এক কৃষিশ্রমিক।

Location :

Nalitabari
নালিতাবাড়ীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
নালিতাবাড়ীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু |নয়া দিগন্ত

আব্দুল মোমেন, নালিতাবাড়ী (শেরপুর)

শেরপুরের নালিতাবাড়ীতে অন্যের জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন খবির উদ্দিন (৪৫) নামে এক কৃষিশ্রমিক। এসময় আহত হয়েছেন সকুল (২০) নামে আরো একজন।

রোববার (১১ মে) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার আন্ধারুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ও আহতের বাড়ি একই উপজেলার উত্তর কাপাশিয়া গ্রামে।

জানা গেছে, উত্তর কাপাশিয়া গ্রামের কৃষিশ্রমিক খবির উদ্দিনসহ কয়েকজন মিলে আন্ধারুপাড়া গ্রামে জনৈক কৃষক সারোয়ার হোসেনের বোরোধান কাটছিলেন। হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে বজ্রপাতে কৃষিশ্রমিক খবির উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। আহত হন সাথে থাকা অপর কৃষিশ্রমিক সকুল মিয়া। পরে তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক খবির উদ্দিনকে মৃত ঘোষণা করেন। অপরজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

নালিতাবাড়ী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: ফাহাদ রহমান বিষয়টি নিশ্চিত করেন।