জাকসুর উদ্যোগে ক্যাফেটেরিয়ায় ফিরল সান্ধ্যকালীন নাস্তা

বুধবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান নাস্তা পরিবেশন কার্যক্রমের উদ্বোধন করেন।

আতাউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় ফুল দিয়ে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে স্বাগত জানানো হয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় ফুল দিয়ে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে স্বাগত জানানো হয় |নয়া দিগন্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ায় সান্ধ্যকালীন নাস্তার ব্যবস্থা পুনরায় চালু করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান নাস্তা পরিবেশন কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আবদুর রব, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোঃ জাকির হোসেন এবং জাকসুর সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আহসান লাবিবসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন

সরেজমিনে দেখা যায়, চালু করার পর তাৎক্ষণিক অনেক শিক্ষার্থীকে ক্যাফেটেরিয়ায় নাস্তা করতে দেখা গেছে। নাস্তা হিসেবে নুডলস, ছোলা-মুড়ি, ভেজিটেবল কাটলেট, আলুর চপ ও সিঙ্গারা রাখা হয়েছে। বাইরের তুলনায় কম দাম নেয়া হচ্ছে এসব আইটেমের। এতে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

আমির হামজা নামে ফার্মেসি ৫০তম ব্যাচের এক শিক্ষার্থী বলেন, আমরা দীর্ঘদিন ধরে সন্ধ্যায় নাস্তা পাইনি ক্যাফেটেরিয়ায়। অনেক পরে হলেও জাকসুর উদ্যোগে এটি চালু হওয়ায় আমি খুশি। জাকসু ও সংশ্লিষ্টদের ধন্যবাদ। দাম ও মান নিয়ন্ত্রণের ব্যাপারে জাকসুকে সচেষ্ট থাকতে হবে।

জাকসুর স্বাস্থ্য ও খাদ্য বিষয়ক সম্পাদক হোসনে মোবারক বলেন, দীর্ঘদিন এ নাস্তার ব্যবস্থা বন্ধ থাকায় অনেকে ভোগান্তির শিকার হয়। শিক্ষার্থীদের কথা চিন্তা করে প্রশাসনের সহায়তায় আমরা এটা চালু করতে পেরেছি। আশা করছি আর কখনো বন্ধ হবে না। এতে সকলের সহযোগিতা প্রয়োজন।