বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও হল ছাত্র সংসদ-ব্রাকসু নির্বাচনে ভিপি ও এজিএস পদ সহ বিভিন্ন পদে সাতজন মনোনয়ন ফরম তুলেছেন।
রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনার আমির শরীফ সন্ধ্যায় এক ব্রিফিং এ জানান, ভিপি পদে কাউসার ইসলাম, এজিএস পদে সালাউদ্দিন আহমেদ, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পদে আহসান হাবিব রকি, ক্রীড়া ও সমাজসেবা বিষয়ক পদে পার্থ বাবু শুভ, নির্বাহী সদস্য হিসেবে দিপু ইসলাম।
এছাড়াও বিজয় ২৪ হল পদে মেহেরুল, মোখতার এলাহী হলে স্বাস্থ্য পরিবেশ ও পাঠচক্র সম্পাদক পদে আব্দুল্লাহ বিন জাহিদ নামে একজন মনোনয়ন ফরম তুলেছেন।
মেয়েদের ফেলানী হলে কেউ মনোনয়ন ফরম তোলেননি। সোমবার (১ ডিসেম্বর) ফরম উত্তোলনের শেষ দিন।
ব্রাকসু নির্বাচনের ভোটার ৭ হাজার ৬৬৫ জন। ২৪ ডিসেম্বর হবে ভোট।



