দাগনভূঞায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পাশে জামায়াতে ইসলামী

শুক্রবার সকালে ইউনিয়ন জামায়াতের আয়োজনে উপজেলার সিলোনীয়া বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়।

দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা

Location :

Feni
ডা. ফখরুদ্দিন মানিক
ডা. ফখরুদ্দিন মানিক |নয়া দিগন্ত

ফেনীর দাগনভূঞা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ শুক্রবার সকালে ইউনিয়ন জামায়াতের আয়োজনে উপজেলার সিলোনীয়া বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়।

ইউনিয়ন জামায়াতে ইসলামের আমির মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি আবদুল হান্নান।

এছাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী-৩ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মেজবাহ উদ্দিন সাঈদ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতৃবৃন্দ, সিলোনীয়া বাজারের ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।