ফরিদপুরে হালনাগাদ তালিকায় এক আসনেই ভোটার কমলো ৩৪ হাজার!

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দিনে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত হালনাগাদ ভোটার তালিকা সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

হারুন আনসারী, ফরিদপুর

Location :

Faridpur
ফরিদপুর জেলা নির্বাচন কমিশন কার্যালয়
ফরিদপুর জেলা নির্বাচন কমিশন কার্যালয় |নয়া দিগন্ত

ফরিদপুরে সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদে জেলার মোট ভোটার সংখ্যা কমেছে ২৯ হাজার ১৬৪ জন। এর মধ্যে জেলা সদরের ফরিদপুর-৩ আসনেই ভোটার কমেছে ৩৪ হাজার ২০৭ জন।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দিনে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত হালনাগাদ ভোটার তালিকা সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন হালনাগাদ এ ভোটার তালিকা প্রস্তুত করে। এর আগে চলতি বছরের ২০ জানুয়ারি বাড়ি বাড়ি যেয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু করা হয়।

সর্বশেষ তালিকা অনুযায়ী জেলার চারটি আসনে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ৬৯ হাজার ৭৭৭ জন। এর মধ্যে নারী ৮ লাখ ৬৭ হাজার ৩৪৯ জন, পুরুষ ৯ লাখ ২ হাজার ৪২০ জন আর হিজড়া ৮ জন।

এর আগে খসড়া ভোটার তালিকায় এ সংখ্যা ছিল ১৭ লাখ ৯৮ হাজার ৯৪১ জন। এর মধ্যে নারী ৮ লাখ ৮৩ হাজার ৩৩০ জন, পুরুষ ৯ লাখ ১৫ হাজার ৬০৩ জন আর হিজড়া ৮ জন।

ফরিদপুর-১ : মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার ৬৩০ দশমিক ৪৫ বর্গকিলোমিটার এলাকা জুড়ে গঠিত এ আসনে মোট জনসংখ্যা ৬ লাখ ১৯ হাজার ৭৭৮ জন। হালনাগাদ ভোটার তালিকায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১০ হাজার ৩৮০ জন। এর মধ্যে নারী ২ লাখ ৫০ হাজার ৯৩০ জন, পুরুষ ২ লাখ ৫৯ হাজার ৪৪৯ জন আর হিজড়া ১ জন। এবার এ আসনে নতুন ভোটার বেড়েছে ৫ হাজার ৯১৯ জন।

ফরিদপুর-২ : নগরকান্দা ও সালথা উপজেলার ৩৭৮ দশমিক ৪ বর্গকিলোমিটার নিয়ে গঠিত এ আসনে জনসংখ্যা ৪ লাখ ৯ হাজার ১৩৯ জন। এর মধ্যে ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ৪১ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭২ হাজার ৯০৯ ও নারী ১ লাখ ৬৯ হাজার ১৩২ জন। আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে যাওয়ার পরে এ আসনে এখন আর কোনো হিজড়া ভোটার নেই।

খসড়া ভোটার তালিকায় এ দু’টি উপজেলায় মোট ভোটার ছিলো ৩ লাখ ৩৬ হাজার ৯১৬ জন। এবার ভোটার কমেছে ৪ হাজার ৮৭৫ জন।

ফরিদপুর-৩ : সদর উপজেলার ৪০৩ দশমিক ৩৪ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এ আসনে জনসংখ্যা ৫ লাখ ৬৭ হাজার ৬২১ জন। হালনাগাদ ভোটার তালিকায় ভোটার সংখ্যা ৪ লাখ ৩০ হাজার ৬২৭ জন। পুরুষ ভোটার ২ লাখ ১৫ হাজার ৪১২ ও নারী ২ লাখ ১৫ হাজার ২১০ জন।

খসড়া ভোটার তালিকায় এ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৬৪ হাজার ৮৩৪ জন। এবার ভোটার কমেছে ৩৪ হাজার ২০৭ জন। এ আসনে হিজড়া ভোটার রয়েছেন ৫ জন।

ফরিদপুর-৪ : ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার ৬৩১ দশমিক ২৪৯ বর্গকিলোমিটার এলাকা জুড়ে গঠিত এ আসনে জনসংখ্যা ৫ লাখ ৬৬ হাজার ২৭১ জন। হালনাগাদ তালিকায় নতুনভাবে যুক্ত আলগী ও হামিরদীসহ মোট ভোটার ৪ লাখ ৯৬ হাজার ৭২৯ জন।

খসড়া তালিকায় এ আসনে ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৯২ হাজার ৭৩০ জন। হালনাগাদ তালিকায় ৩ হাজার ৯৯৯ জন বেড়েছে। এ আসনে হিজড়া ভোটার রয়েছেন একজন। আর মোট ভোটারের মধ্যে পুরুষ ২ লাখ ৩০ হাজার ৯১১ ও নারী ২ লাখ ২০ হাজার ৫২৬ জন।