ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের বিরুদ্ধে মনোনয়নপত্রের ফটোকপি দাখিলের অভিযোগ উঠেছে। এ নিয়ে বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় ও কার্যালয়ের বাইরে উত্তেজনা বিরাজ করে।
এদিকে নিয়মবহির্ভূতভাবে মনোনয়নপত্রের ফটোকপি জমা নেয়ায় জেলা রিটার্নিং অফিসার তার নিরপেক্ষতা হারিয়েছেন মর্মে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন জামায়াত সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ।
জানা গেছে, সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে নীলফামারী-২ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের পক্ষে দলের নেতাকর্মীরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নায়িরুজ্জানের কাছে তার মনোনয়নপত্র জমা দেন।
বিএনপি প্রার্থীর মনোনয়নপত্রের ফটোকপি দাখিল করা হয়েছে এমন খবর জানতে পেরে রিটার্নিং অফিসারের কার্যালয়ে ছুটে আসেন জামায়াত প্রার্থীসহ দলের নেতাকর্মীরা। মনোনয়নপত্রের ফটোকপি দাখিলের সত্যতা পেয়ে তা গ্রহণ না করার জন্য রিটার্নিং অফিসারকে অনুরোধ জানান তারা। জামায়াত নেতাকর্মীদের আপত্তির পরেও মনোনয়নপত্রের ফটোকপি গ্রহণ করায় উত্তেজনার সৃষ্টি হয়। এছাড়াও এ বিষয়ে জেলা রিটার্নিং অফিসার বরাবর লিখিত আবেদনও করেন জামায়াত সমর্থিত প্রার্থী লতীফ।
এদিকে একইদিন সন্ধ্যা ৬টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জরুরি সংবাদ সম্মেলনে জামায়াত প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ বলেন, ‘বিএনপির প্রার্থী শাহরিন ইসলাম তুহিনের পক্ষে মনোনয়নপত্রের ফটোকপি দাখিল করা হয়। এ ব্যাপারে আমরা আপত্তি করলেও রিটার্নিং অফিসার বিএনপি প্রার্থীর মনোনয়নপত্রের ফটোকপিটি গ্রহণ করেন।’
তিনি বলেন, ‘ধানের শীষের প্রার্থীর মনোনয়নপত্রের ফটোকপি গ্রহণ করে জেলা রিটার্নিং অফিসার তার নিরপেক্ষতা হারিয়েছেন। রিটার্নিং অফিসার একপাক্ষিকভাবে ধানের শীষের প্রার্থীর মনোনয়নপত্রের ফটোকপি গ্রহণ করে তাকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন। এতে করে আমাদের আশঙ্কা হচ্ছে, আসন্ন নির্বাচনেও তারা নিরপেক্ষ মনোভাব ও নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে পারবেন না।’
তিনি আরো বলেন, ‘এ ব্যাপারে রিটার্নিং অফিসারের কাছে জানতে চাইলে তিনি আমাকে বলেন, মূল মনোনয়নপত্র বাছাইয়ের দিন দাখিল করলেও চলবে। এটি এখনই জমা দিতে হবে এমন কোনো আইন আছে বলে আমার জানা নেই। সন্ধ্যা ৬টা পর্যন্ত বিএনপি সমর্থিত প্রার্থীর মূল মনোনয়নপত্র জমা দিতে পারেনি বলেও জানান তিনি।’
নিরপেক্ষ নির্বাচন করার ক্ষেত্রে নীলফামারী-২ আসনে যে নিয়মের ব্যত্যয় ঘটানো হলো এর জন্য প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করে ওই ফটোকপি মনোনয়নপত্রটি বাতিলের দাবি জানান জামায়াত প্রার্থী লতীফ।
জরুরি সংবাদ সম্মেলনে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



