ঢাকা থেকে অপহৃত কিশোরী সুমাইয়া আক্তার কুসুমকে (১৫) যৌথ অভিযান চালিয়ে মুক্তাগাছা থেকে উদ্ধার করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জেলা এনএসআই সূত্র জানায়, এনএসআই, সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও র্যাব-১৪-এর যৌথ অভিযানে মানকোন ইউনিয়নের নগধারালিয়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
জানা গেছে, ফরিদপুর জেলার সদরপুর রাজারচর বেপারীকান্দি এলাকার সুবাহান বেপারী ও সুমি বেগমের মেয়ে সুমাইয়া আক্তার কুসুমকে গত ১১ এপ্রিল ঢাকা মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকার সাদেক খান রোড থেকে মুক্তাগাছার গফুর মিয়ার ছেলে রবিন মিয়া অপহরণ করে। পরে বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনী ওই কিশোরীকে উদ্ধার করে মুক্তাগাছা থানায় হস্তান্তর করে। অপহরণকারী রবিন মিয়া ও তার পরিবারের সদস্যরা বর্তমানে পলাতক রয়েছে।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন বলেন, ‘যৌথ বাহিনী মুক্তাগাছা থানার মানকোন ইউনিয়নের নাগধারালিয়া এলাকা থেকে সুমাইয়া আক্তার কুসুমকে উদ্ধার করে। পরে কিশোরীর মা-বাবাসহ স্বজনরা মুক্তাগাছা থানায় এসে কিশোরীকে নিয়ে যায়।’
তিনি জানান, ‘মেয়ে নিখোঁজ হওয়ায় ওই কিশোরীর পরিবার ঢাকার মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।’