ভোলা-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ভোলা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা, বেকার সমস্যা সমাধান ও চরফ্যাশনকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ার লক্ষ্যে কাজ করার কথা জানিয়েছেন তিনি।

মোহাম্মদ কামরুজ্জামান, চরফ্যাশন (ভোলা)
ভোলা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামালের মনোনয়নপত্র সংগ্রহ
ভোলা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামালের মনোনয়নপত্র সংগ্রহ |নয়া দিগন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

এ সময় অধ্যক্ষ মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ‘ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে। জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও দখলমুক্ত বাংলাদেশ গড়বে। বেকার সমস্যা সমাধানসহ চরফ্যাশন উপজেলাকে আধুনিক পর্যটন নগরী ও মেঘনা নদী থেকে ভোলাকে রক্ষা করা হবে তার মূল লক্ষ্য।’

আট জোট প্রসঙ্গে তিনি বলেন, জোট যাকে মনোনয়ন দেবে তিনি তার সাথেই কাজ করবেন। তবে তিনি তার আসনে জোটের পক্ষ থেকে মনোনয়নে শতভাগ আশাবাদী।

মনোনয়নপত্র সংগ্রহের সময় জামায়াতের জেলা সেক্রেটারি কাজী হারুনুর রশিদ, উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মীর শরিফ হোসাইন, জামায়াত নেতা অ্যাডভোকেট তরিকুল ইসলামসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।