চাচির গোসলের ভিডিও ধারণ করে চাঁদা দাবি, দুই ভাই আটক

কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা

Location :

Kushtia
চাচির গোসলের ভিডিও ধারণ করে চাঁদা দাবি, দুই ভাই আটক
চাচির গোসলের ভিডিও ধারণ করে চাঁদা দাবি, দুই ভাই আটক |নয়া দিগন্ত

কুষ্টিয়ার কুমারখালীতে এক প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণ করে চাঁদা দাবি করায় জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল সৃষ্টি হয়। এ ঘটনায় দুই যুবককে আটক করেছে কুমারখালী থানা পুলিশ।

বুধবার (২ এপ্রিল) কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ চরপাড়া এলাকা থেকে অভিযুক্ত দু’জনকে আটক করে কুমারখালী থানা পুলিশ। এছাড়াও ওই নারীর গোসলের গোপন সেই ভিডিওসহ দুটি স্মার্টফোন জব্দ করেছে পুলিশ।

এ বিষয়ে কুমারখালী থানায় একটি পর্নগ্রাফি মামলাও হয়েছে বলে জানা গেছে।

মামলায় আসামিরা হলেন- উপজেলা চাপড়া ইউনিয়নের জয়নাবাদ চরপাড়া এলাকার রিয়াজ আলীর ছেলে রেজাউল ইসলাম (৩০) ও একই এলাকার বিষু শেখের ছেলে মারুফ হোসেন (১৮)। তারা সম্পর্কে চাচাতো-ফুফাতো ভাই ও পেশায় দিনমজুর। এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোলায়মান শেখ।

পুলিশ জানায়, গত সোমবার নিজবাড়ি থেকে এক কাতার প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণ করেন রেজাউল ও মারুফ। বুধবার সকালে ওই নারীকে ধারণ করা ভিডিও দেখিয়ে চাঁদা দাবি করেন তারা। সকালে ওই নারী কুমারখালী থানায় পর্নগ্রাফি আইনে মামলা করে। পরে পুলিশ অভিযান চালিয়ে রেজাউল ও মারুফকে গ্রেফতা‌র করে। আসামি ও মামলার বাদী সম্পর্কে আপন চাচি-ভাতিজা বলে জানা গেছে।

মামলার বাদী ওই নারী বলেন, রেজাউল ও মারুফ গোপনে ভিডিও ধারণ করে চাঁদা দাবি করেছিল। সুষ্ঠু বিচারের আশায় থানায় মামলা করেছি। আমি এটার সঠিক বিচার চাই।

কুমারখালী থানার ওসি মো: সোলায়মান শেখ বলেন, চাচির গোপন ভিডিও ধারণ করার অভিযোগে পর্নগ্রাফি মামলায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বাদী ও আসামি সম্পর্কে চাচি-ভাতিজা।