ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও প্রচার বিভাগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ গণসংযোগ করেছেন।
শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় মুক্তাগাছা উপজেলা শহরের বড় মসজিদ এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। গণসংযোগে মতিউর রহমান আকন্দ শহরের বিভিন্ন অলি-গলি ঘুরে ঘুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সমর্থন চেয়ে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান।
এ সময় তিনি স্থানীয় জনসাধারণের দুঃখ-দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন। মানুষের জীবনের বিভিন্ন সমস্যা, বিশেষ করে দখল-চাঁদাবাজি, শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব দূরিকরণে কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয়ে তিনি জামায়াতে ইসলামীর পরিকল্পনার কথা সাধারণ জনগণের মাঝে তুলে ধরেন।
মতিউর রহমান আকন্দ বলেন, ‘আমরা একটি আদর্শিক রাজনীতি করি। জনগণের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। আমাদের মূল লক্ষ্য হচ্ছে নৈতিকতা, ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে দেশ গঠন। আল্লাহর বিধান প্রতিষ্ঠায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
গণসংযোগে উপস্থিত নেতাকর্মীরা জানান, মুক্তাগাছা জামায়াতে ইসলামীর উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি ওয়ার্ড এখন নির্বাচনী কাজ নিয়ে ব্যস্ত সময় পাড়করছে। জনতার দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন এবং মানুষের আস্থা অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা জামায়াতের আমির (সভাপতি) অধ্যাপক শামছুল হক, সেক্রেটারি আব্দুল্লাহ মুহাম্মদ মুজাহিদ, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মোস্তাফা রায়হান, পৌর জামায়াতের সভাপতি আফতাব উদ্দিন আকন্দ, সেক্রেটারি হাফেহ মেহেদী হাসানসহ উপজেলা ও পৌর জামায়াতের নেতারা।
বাংলাদেশ জাময়াতে ইসলামী মুক্তাগাছার নেতারা ইতোমধ্যেই উপজেলার বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, অসহায়-ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ প্রদান, তরুণদের মধ্যে ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিস্তারের মতো বিভিন্ন সামাজিক সেবা অব্যাহত রয়েছে। স্থানীয়রা মনে করছেন, জামায়াতের এমন তৎপরতা এই এলাকার রাজনৈতিক অঙ্গনে একটি নতুন মাত্রা যোগ করেছে।