ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম ধাপে টাঙ্গাইলের আটটি আসনের মধ্যে চারটি আসনে মোট নয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে তিনজন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে একজন, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে দু’জন ও টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
এর মধ্যে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে যাদের মনোয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন— মো: মোন্তাজ আলী (স্বতন্ত্র), মো: হারুন অর রশীদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও মোহাম্মদ আলী (স্বতন্ত্র)।
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো: মনোয়ার হোসেন সাগর, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আইননিন নাহার (স্বতন্ত্র) ও মো: শাহজাহান মিয়া (স্বতন্ত্র) এবং টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে আলী আমজাদ হোসেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো: আব্দুল হালিম মিঞা (স্বতন্ত্র) ও মো: শাহ আলম তালুকদারের (স্বতন্ত্র) মনোনয়নপত্র বাতিল করা হয়।
টাঙ্গাইল জেলা প্রশাসক (ডিসি) ও জেলা রিটার্নিং কর্মকর্তা শরিফা হক বলেন, ‘টাঙ্গাইলের আটটি আসনে ৮৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও ৬৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্রগুলো দুই দিনে (২ ও ৩ জানুয়ারি) যাচাই-বাছাই করার সিদ্ধান্ত নেয়া হয়। প্রথম দিনে জেলার চারটি আসনের মনোনয়নপত্র যাচাই করা হয়।’
তিনি আরো বলেন, ‘সঠিক নিয়মে মনোনয়নপত্র পূরণ না করা, প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ না করা এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে একভাগ ভোটারের স্বাক্ষর না পাওয়ার কারণে নয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে নিয়ম অনুযায়ী তারা প্রার্থীতা ফেরৎ পেতে আপিল করতে পারবেন।’



