কটিয়াদীতে সাবেক ভাইস চেয়ারম্যান নাঈম গ্রেফতার

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাইমকে গ্রেফতার করেছে পুলিশ।

ফখর উদ্দিন ইমরান বেলট, কটিয়াদী (কিশোরগঞ্জ)
কটিয়াদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাইম
কটিয়াদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাইম |ছবি : নয়া দিগন্ত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাইমকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে কটিয়াদী থানার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, বদরুল আলম নাইমকে কিশোরগঞ্জ সদর থানায় ছাত্র-জনতার ওপর নাশকতার একটি মামলার আসামি দেখানো হয়েছে।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।