যশোরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন বলেছেন, ‘নির্বাচন কমিশনের কার্যালয় বর্তমানে একটি রাজনৈতিক দলের কার্যালয়ে পরিণত হয়েছে। এ অবস্থা থেকে বেরিয়ে এসে লেভেল প্লেয়িং ফিল্ড করতে হবে। নিরপেক্ষ আচরণ করতে হবে সরকারকে।’
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মোবারক হোসাইন আরো বলেন, ‘জামায়াত বিরোধী দল হওয়ার জন্য নির্বাচন করবে না, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন করবে। এ কারণে সংগঠনের নেতাকর্মীদের আচরণ, কথাবার্তা তেমন হতে হবে।’
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। সভাপতিত্ব করেন শহর আমির অধ্যাপক শামসুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজীজুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস প্রমুখ।



