চট্টগ্রামের পাহাড়তলীতে বাসায় ঢুকে ছুরিকাঘাতে সাবেক স্ত্রীকে হত্যা করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে নগরীর পাহাড়তলী থানার ১১ নম্বর সূচনা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম বৈশাখী আকতার (২২)। তার সাবেক স্বামীর নাম জয়নাল আবেদীন। ছয় মাস আগে দু’জনের বিবাহবিচ্ছেদ হয়। দুজনই নগরের পাহাড়তলী এলাকায় থাকেন। বৈশাখী আকতারকে হত্যার পর জয়নাল আবেদীনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানিয়েছে, স্বামীর অনৈতিক সম্পর্কের কারণে দাম্পত্য কলহের জেরে ছয় মাস আগে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। কিন্তু জয়নাল তার সাবেক স্ত্রীকে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছিল।
নিহতের চাচা আরমান হোসেন নয়া দিগন্তকে বলেন, মাত্র দেড় থেকে দুই মিনিটের মাথায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। সে ঢুকেই ভাতিঝি বৈশাখীকে এবং আমার ভাই মিজানুর রহমানকে ছুরিকাঘাত করে।
তিনি জানান, ছেলেটি (হত্যাকারী) তার স্ত্রীর সাথে তালাক হওয়ার পর আবার বিয়ে করে। কিন্তু একই সাথে তালাক হওয়া স্ত্রীকেও তাকে আবার বিয়ে না করলে হত্যার হুমকি দিয়ে যাচ্ছিল।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, ছয় মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। জয়নাল সাবেক স্ত্রীর বাসায় ঢুকে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় বৈশাখীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ওসি নুরুল আবছার আরো বলেন, বৈশাখীকে ছুরিকাঘাতের আগে তাকে রক্ষার জন্য তার চাচা মিজানুর রহমান এগিয়ে আসেন। এ সময় চাচাকেও ছুরিকাঘাত করেন জয়নাল। আহত চাচাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক জয়নালও সে সময় জনতার হাতে ধরা পড়ার পর নিজে নিজের শরীরে ছুরি দিয়ে আঘাত করে। আহত অবস্থায় সেও হাসপাতালে চিকিৎসাধীন। বৈশাখীকে খুনের মামলায় চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।



