নাটোর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

মনোনয়নবঞ্চিত কেন্দ্রীয় বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সমর্থকরা ওই ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

মো: আব্দুল আওয়াল, বাগাতিপাড়া (নাটোর)

Location :

Natore
বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি |নয়া দিগন্ত

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ফারজানা শারমিন পুতুলকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিএনপি। ফলে মনোনয়নবঞ্চিত কেন্দ্রীয় বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সমর্থকরা ওই ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার লক্ষ্মণহাটী মোড় থেকে একটি মোটরসাইকেল মিছিল বের হয়ে উপজেলা চত্বরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ গোলাম মোস্তফা নয়ন (অবসরপ্রাপ্ত)। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র এ কে এম শরিফুল ইসলাম লেলিন, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক দয়ারামপুর ইউপি চেয়ারম্যান আনসার আলী, সাবেক পৌর বিএনপির আহ্বায়ক ময়নুদ্দিন আলমগীর শামীম (শামীম সরকার) প্রমুখ।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাইফুল ইসলাম টিপু একজন ত্যাগী ও পরিশ্রমী নেতা। তাকে উপেক্ষা করে অন্য কাউকে মনোনয়ন দেয়া হলে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও বিভাজন সৃষ্টি হবে। তারা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান। আগামী শুক্রবারের মধ্যে ব্যারিস্টার ফারজানা শারমিনের মনোনয়ন বাতিল করে তাইফুল ইসলাম টিপুকে নাটোর-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার দাবি জানাই। অন্যথায় শনিবার থেকে কঠোর আন্দোলনে যাওয়া হবে।