ঝিনাইদহে অস্ত্রসহ যুবক আটক

আটক রফিকুল ইসলাম দেবীনগর গ্রামের মরহুম মাকসুদ আলীর ছেলে বলে জানা গেছে।

মফিজুল ইসলাম, শৈলকূপা (ঝিনাইদহ)

Location :

Shailkupa
আটক রফিকুল ইসলাম
আটক রফিকুল ইসলাম |নয়া দিগন্ত

ঝিনাইদহের শৈলকূপায় সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ নামে এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২ নম্বর মির্জাপুর ইউনিয়নের দেবীনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। রাতেই তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

আটক রফিকুল ইসলাম দেবীনগর গ্রামের মরহুম মাকসুদ আলীর ছেলে বলে জানা গেছে। তার কাছ থেকে দু’টি পিস্তল, পিস্তলের ব্যারেলসহ দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন উপকরণ জব্দ কর হয়।

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, শৈলকূপায় সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে অস্ত্রসহ রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করে শৈলকূপা থানায় হস্তান্তর করেছে। অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা দিয়ে কোর্টে পাঠানো হয়েছে।