লালপুরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, আটক ১

জসিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১২টি মামলা রয়েছে।

লালপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
মোটরসাইকেল উদ্ধার।
মোটরসাইকেল উদ্ধার। |নয়া দিগন্ত

নাটোরের লালপুর থানা চত্বর থেকে চুরি হওয়ার প্রায় দুই সপ্তাহ পর মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জসিম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে রাজশাহীর চারঘাট উপজেলার টাউন পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

আটক জসিম রাজশাহীর চারঘাট উপজেলার টাউন পূর্বপাড়া গ্রামের আজিজুলের ছেলে।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে লালপুর থানা চত্বর থেকে থানার বাবুর্চি আমিরুল ইসলামের ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি হয়। ঘটনার পরপরই মোটরসাইকেল উদ্ধারে মাঠে নামে পুলিশ।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় চারঘাটের টাউন পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

তিনি জানান, গ্রেফতার জসিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১২টি মামলা রয়েছে। চুরির এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।