শেরপুরে বিনামূল্যে বিতরণের ৩ টন চাল জব্দ

শেরপুরে বিনামূল্যে বিতরণের দুই হাজার আটশ সত্তর কেজি চালসহ জব্দ করেছে যৌথবাহিনী।

Location :

Sherpur
শেরপুরে বিনামূল্যে বিতরণের ৩ টন চাল জব্দ
শেরপুরে বিনামূল্যে বিতরণের ৩ টন চাল জব্দ |নয়া দিগন্ত

শেরপুর প্রতিনিধি

শেরপুরে বিনামূল্যে বিতরণের দুই হাজার আটশ সত্তর কেজি চালসহ জব্দ করেছে যৌথবাহিনী। এ সময় তিনটি ব্যাটারি চালিত অটোরিকশা আটকসহ অটোচালককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

শনিবার রাত ৯টার দিকে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারের মাছের আড়তের সামনে থেকে এবং একই ইউনিয়নের হাতিআগলা গ্রামের আব্দুল মিয়ার বাড়ির পাশ থেকে এসব চাল জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজার এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় চালের বস্তা বহনকারী দুইটি ব্যাটারি চালিত অটোরিকশা আটক করেন। পরে সেখানের আটক অটোরিকশা চালকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, একই ইউনিয়নের হাতিআগলায় সরকারি চালের বস্তা পরিবর্তন করা হচ্ছে। এমন তথ্য পেয়ে সেখানেও অভিযান চালায় যৌথবাহিনীর অপর একটি দল। সেখানে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালিয়ে যায় কয়েকজন যুবক। পরে সেখান থেকেও কয়েক বস্তা চাল এবং সরকারি খাদ্য গুদামের চালের খালি বস্তা জব্দ করা হয়। অভিযানে দুই হাজার আটশ সত্তর কেজি চাল জব্দ করে শেরপুর সদর থানায় আনা হয়। এ ব্যাপারে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।