গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জাহিদুল আহসান জিহাদ (১৮) নামে এক কলেজছাত্র খুন হয়েছেন।
রোববার (১৯ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে টঙ্গীর মোল্লাবাড়ি এলাকার সাহাজউদ্দিন সরকার রোডের একটি গলিতে এ হত্যাকাণ্ড ঘটে।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে এরশাদনগর এলাকা থেকে আল-আমিন, আব্দুল্লাহ ও স্বাধীন নামে তিন আসামিকে গ্রেফতার করেছে।
নিহত জিহাদ টঙ্গীর আউচপাড়া মোল্লা বাড়ি এলাকার মো: জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং (আরএসি) বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, জিহাদ ছুটিতে বাড়িতে এসে শনিবার সন্ধ্যায় মায়ের কাছ থেকে তিন হাজার টাকা নিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কলেজের ফি পরিশোধ করতে বের হন। বন্ধু রহমান ও আরিফ হোসেনের সাথে সাহাজউদ্দিন সরকার রোডের গলিতে প্রবেশ করলে ৪-৫ জন ছিনতাইকারী তাদের পথরোধ করে। রহমান ও আরিফ পালিয়ে যেতে সক্ষম হলেও জিহাদকে একা পেয়ে ছিনতাইকারীরা তার উরুতে ধারালো অস্ত্র দিয়ে দুটি ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় জিহাদ দৌড়ে পালানোর চেষ্টা করলে রাস্তায় লুটিয়ে পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশের ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে উত্তরা এলাকায় পৌঁছলে তার মৃত্যু হয়। এ ঘটনায় তার বাবা মো: জাহাঙ্গীর আলম টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন রশিদ বলেন, ঘটনার পরপরই এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার কররা হয়েছে। অন্য আসামিদেরও শনাক্ত করা হয়েছে এবং দ্রুত গ্রেফতার করা হবে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এটি পরিকল্পিত হামলাও হতে পারে।
নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



