চট্টগ্রামের হাটহাজারীতে সহপাঠীর ছুরিকাঘাতে তানভীর আহমেদ (১৫) এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরের দিকে হাটহাজারী রেল স্টেশনের পূর্বে পুরাতন সদর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত তানভীর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম দেওয়াননগর মুন্সিপাড়া এলাকার প্রবাসী আব্দুল বারেকের তৃতীয় সন্তান। সে আলীপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়ভাবে ও তানভীরের পরিবার সূত্রে জানা যায়, স্কুলের ক্লাসে সহপাঠীর সাথে ঝগড়া ও হাতাহাতি হলে শিক্ষকের কাছে বিচার যায়। শিক্ষক ওদের ডেকে এনে কোনোরকম মিলিয়ে দেন। তানভীর টিফিনের বিরতিতে বাড়িতে চলে যাচ্ছিল। এ সময় ওই সহপাঠী দশম শ্রেণির কয়েকজনকে সাথে নিয়ে এসে তাকে রাস্তায় আটকায়।
সেখানে আবার সহপাঠী কয়েকজনের সাথে চলে কথা কাটাকাটি। এক পর্যায়ে তানভীরের সাথে চলে হাতাহাতি। এসময় এক সহপাঠী ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তানভীরকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান বলেন, ‘ঘটনার সাথে জড়িত সহপাঠী সাহেদ নামের এক সন্দেহভাজনের পরিচয় পাওয়া গেছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।’
তিনি আরো জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সম্প্রতি এলাকায় সক্রিয় একটি কিশোর গ্যাং এ ঘটনায় জড়িত থাকতে পারে।’



