মির্জাপুরে আদালতের নির্দেশে তিন মাস সাতদিন পর কবর থেকে সুরুজ আলী নামে এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলার উয়ার্শী ইউনিয়নের আউটপাড়া গ্রামে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১৮ জানুয়ারি জমি সংক্রান্ত বিরোধে ভাতিজাদের পিটুনি ও ধারালো অস্ত্রের আঘাতে ওই এলাকার আব্দুল হামিদ মিয়ার ছেলে সুরুজ আলীসহ (৫৫) পাঁচজন আহত হন। পরে প্রায় তিন মাস চিকিৎসাধীন থাকার পর গত ৬ এপ্রিল সিুরুজ আলী মারা যান। মৃত্যুর আগে আহতবস্থায় এই ঘটনায় সুরুজ আলী ভাতিজা জয় ও বিপ্লব, বিউটি, দেলোয়ার ও দিপুকে আসামি করে মির্জাপুর থানায় মামলা করেন।
জানা গেছে, আহত সুরুজ আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এবং সর্বশেষ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় তিন মাস চিকিৎসাধীন থাকার পর গত ৬ এপ্রিল তিনি মারা যান। পরে বিষয়টি টাঙ্গাইল আদালতে অবহিত করা হয়। তিন মাস সাতদিন পর আদালতের বিচারক কবর থেকে সুরুজ আলীর লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।
আদালতের নির্দেশে রোববার দুপুরে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের উপস্থিতিতে কবর থেকে সুরুজ আলীর লাশ উত্তোলন করা হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: রুবায়েত আনোয়ার, মামলার তদন্ত কর্মকর্তা মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুর হাসান উপস্থিত ছিলেন।
লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে।