ডে লাইট ফায়ার ওয়ার্ক প্রদর্শনের পাশাপাশি ২৫ হাজার বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের দ্বাদশ আসরের। উদ্বোধনের শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং কোরআন তেলাওয়াত করা হয়। এরপর সন্ত্রাসী হামলায় শহীদ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। নিরবতা পালনের সময় বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুর রহিমকে দুই হাত তুলে দোয়া করতে দেখা যায়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এ আসরের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
জানা যায়, এবারের বিপিএল উদ্বোধনে দুই পর্বের আনুষ্ঠানিকতা রাখা হয়েছে। প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শেষে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ শুরু হয় বেলা ৩টায়। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে থাকছে নাচ ও গানের আয়োজন। বিপিএলে অংশ নেয়া ছয় ফ্র্যাঞ্চাইজির জার্সি পরে শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। ফুয়াদ মুকতাদিরের কোরিওগ্রাফিতে হবে গানের অনুষ্ঠান। ৪৫ মিনিটের এ অনুষ্ঠান শেষে ৭টা ৪৫ মিনিটে শুরু হবে দিনের দ্বিতীয় ম্যাচ। এ ম্যাচে মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।
এদিকে উদ্বোধন উপলক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটক থেকে গ্যালারির চারদিকে করা হয়েছে নয়নাভিরাম সাজসজ্জা। ক্রিকেটীয় নানা আয়োজনের পাশাপাশি সিলেটের স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহ্য ও নিদর্শনের প্রদর্শনী ফুটে উঠেছে। সবমিলিয়ে ভিন্ন এক পরিবেশ বিরাজ করছে স্টেডিয়ামে। খেলা দেখতে আসা দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।- বাসস



