দশমিনায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ

‘স্বাধীনতার ৫৪ বছরের আমরা স্বাধীনতার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমরা নিরলসভাবে জামায়াতে ইসলামী কাজ করতে আগ্রহী। আগামী নির্বাচনের আমরা বিজয় অর্জন করতে পারবো।’

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Dashmina
দশমিনায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ
দশমিনায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ |নয়া দিগন্ত

পটুয়াখালীর দশমিনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন শাখার উদ্যেগে গছানী মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়াম হলরুমে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশবাড়িয়া ইউনিয়নের সভাপতি মাওলানা মো: নুরুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মনিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী-৩ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মো: শাহ আলম।

বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী দশমিনা উপজেলার আমির এম লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আবুল বাশার, জামায়াতে ইসলামী মনোনীত বাঁশবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মো: হাবিবুর রহমান, দশমিনা উপজেলার কর্মপরিষদ সদস্য মাওলানা সাইফুল ইসলাম, বাইতুলমাল সাধারণ সম্পাদক মাওলানা মো: রেদওয়ানসহ উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো: শাহ আলম বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছরের আমরা স্বাধীনতার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমরা নিরলসভাবে জামায়াতে ইসলামী কাজ করতে আগ্রহী। আগামী নির্বাচনের আমরা বিজয় অর্জন করতে পারবো। ঘরে ঘরে জামায়াতের দাওয়াত দিতে হবে এবং ভোট চাইতে হবে।’