শহীদ শান্তর কবর জিয়ারত করলেন ডাকসু’র ভিপি সাদিক কায়েম

মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মহিষাদী গ্রামে অবস্থিত শহীদ ফয়সাল আহমেদ শান্তর কবর জিয়ারত করেন।

মো: রফিকুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল)

Location :

Barishal
শহীদ শান্তর কবর জিয়ারত করলেন ডাকসু’র ভিপি সাদিক কায়েম
শহীদ শান্তর কবর জিয়ারত করলেন ডাকসু’র ভিপি সাদিক কায়েম |নয়া দিগন্ত

বরিশালের বাবুগঞ্জে ২৪-এর আন্দোলনে শহীদ ফয়সাল আহমেদ শান্তর কবর জিয়ারত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। এ সময় তিনি শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মহিষাদী গ্রামে অবস্থিত শহীদ ফয়সাল আহমেদ শান্তর কবর জিয়ারত করেন।

কবর জিয়ারত শেষে সাদিক কায়েম বলেন, ‘শান্ত দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায়বিচারের সংগ্রামে নিজের জীবন উৎসর্গ করেছেন। তার আদর্শ ও ত্যাগ তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’

এ সময় তার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা ও বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলামসহ স্থানীয় অন্য নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রাম শহরের মুরাদপুর ২ নম্বর গেট এলাকায় কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেধাবী শিক্ষার্থী ফয়সাল আহমেদ শান্ত। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শহীদ ফয়সাল আহমেদ শান্ত বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মহিষাদী গ্রামে মোহাম্মদ জাকির হোসেনের ছেলে। মৃত্যুর পর স্বজনরা ও বিশ্ববিদ্যালয় সহপাঠীরা তার লাশ চট্টগ্রাম থেকে বরিশাল বাবুগঞ্জের মানিককাঠী গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করেন।