নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
আজ শনিবার ভোরে পূর্বাচলের ১৫ নম্বর সেক্টরের চায়না রেডিমিক্সের দক্ষিণ পাশের ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, স্থানীয় লোকজন ঝোপে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।
ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত স্থানে হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে ঘটনাস্থলে ফেলে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, পূর্বাচল উপশহরে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।