ঈদের দিনে শহীদ পরিবারের খোঁজ নিলেন গণঅধিকার পরিষদের নেতা

এ সময় শহীদ সোহেলের পরিবারের হাতে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে অনুদান প্রদান করেন।

নয়া দিগন্ত অনলাইন
শহীদ সোহেলের পরিবারের হাতে অনুদান দিচ্ছেন আবু হানিফ
শহীদ সোহেলের পরিবারের হাতে অনুদান দিচ্ছেন আবু হানিফ

ঈদের দিনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সোহেলের পরিবারের খোঁজ নিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

সোমবার (৩১ মার্চ) কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের মহিষবের গ্রামের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সোহেলের বাড়িতে যান তিনি। এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ সদর উপজেলার সদস্য সচিব আল মোহাম্মদ মোস্তফা, দানাপাটুলী ইউনিয়নের আহবায়ক আনিসুর রহমান আরমান,কর্শাকড়িয়াইল ইউনিয়নের আহবায়ক সেলিম খান,যুগ্ম মিজানুর রহমান প্রমুখ।

এ সময় শহীদ সোহেলের পরিবারের হাতে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে অনুদান প্রদান করেন।

সোহেল পেশায় একজন ড্রাইভার ছিলেন। ১৯ জুলাই ঢাকায় গুলিবিদ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ২৪ জুলাই মারা যান। সোহেলের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের মহিষবের গ্রামে। বিজ্ঞপ্তি।