খাগড়াছড়ির রামগড়ে ভিন্ন ধর্মাবলম্বীর বিশিষ্ট নাগরিকদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৪ মে) বিকেলে রামগড় পাহাড়ঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
রামগড় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মো: ফয়জুর রহমান।
জামায়াতে ইসলামীর রামগড় শাখা সেক্রেটারি আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় ভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায়ের পক্ষ থেকে বক্তব্য দেন মারমা উন্নয়ন সংসদের সভাপতি মংপ্রু চৌধুরী, রামগড় ব্যাপ্টিস্ট চার্চের পালক পিলিপস হালদার, নবীন্দ্র ত্রিপুরা কার্বারিসহ আরো অনেকে।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে যেন সমান নাগরিক অধিকার ভোগ করতে পারে এবং নিরাপদে বসবাস করতে পারে সেই প্রত্যাশা আমাদের। পার্বত্য অঞ্চলের স্থিতিশীলতা এবং উন্নয়নে সকল রাজনৈতিক দলের আন্তরিকতা জরুরি।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সম্প্রদায়ের মানুষের আস্থার ঠিকানা ও নিরাপদ আশ্রয়। দেশের দুর্নীতিমুক্ত ও কল্যাণকর রাষ্ট্র গঠনে আমাদের সংগঠনের বিকল্প নেই। দেশবাসীর সহায়তায় আমরা ক্ষমতায় গেলে কল্যাণমুখী রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিচ্ছি।’
এদিকে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে এ মতবিনিময় সভার মাধ্যমে পার্বত্য অঞ্চলে পারস্পরিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়ার কথা জানিয়েছেন আয়োজকরা।