রামুতে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

আটক খায়রুল বশর (২১) কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং ডি-৪ ক্যাম্পের বাসিন্দা।

Location :

Ramu
রামুতে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
রামুতে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক |নয়া দিগন্ত

রামু (কক্সবাজার) সংবাদদাতা

কক্সাবাজারের রামুতে ৯৭৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রামু থানার সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক খায়রুল বশর (২১) কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং ডি-৪ ক্যাম্পের বাসিন্দা। তার বাবা মরহুম বদি আলম ও মা সখিনা বেগম।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) মো: ফরিদ জানান, থানার সামনে সন্দেহজনক ঘুরাফেরা করতে দেখে তাকে তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে ইয়াবার চালান উদ্ধার হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।