‘মোরগের ডাক’ শোনে ঘর থেকে বের হতেই কুপিয়ে হত্যা

জসিম উদ্দিন দীর্ঘ এক যুগ ধরে পরিবার-পরিজন নিয়ে ওই এলাকায় বসবাস করে আসছেন। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে স্থানীয়রা মনে করছেন।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Pekua
নিহত মোহাম্মদ জসিম উদ্দীন
নিহত মোহাম্মদ জসিম উদ্দীন |সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় গভীর রাতে হঠাৎ ‘মোরগের ডাক’ শোনে কেউ মোরগ চুরি করে নিয়ে যাচ্ছে মনে করে ঘরের দরজা খুলতেই দুর্বৃত্তরা ঘরে ঢুকে জসিম উদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত জসিম উদ্দিন শিলখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সেগুনবাগিচা মাতবর মুরা এলাকার নুর আহমেদের ছেলে।

স্থানীয়রা জানান, রাত আনুমানিক দেড়টার দিকে একদল দুর্বৃত্ত ঘরের বাইরে মোরগের ডাক নকল করে ডাক দিলে বাড়ির লোকজন মোরগ চুরি করে নিয়ে যাচ্ছে মনে করে দরজা খোলে। এসময় একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে জসিম উদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

জসিম উদ্দিন দীর্ঘ এক যুগ ধরে পরিবার-পরিজন নিয়ে ওই এলাকায় বসবাস করে আসছেন। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে স্থানীয়রা মনে করছেন।

আটক ব্যক্তিরা হলেন, সেগুনবাগিচা এলাকার মনছুর আলম, জহির আহমদ ও তার ছেলে আতিক।

স্থানীয় ইউপি সদস্য আহমদ শফি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শনিবার দিবাগত রাতে জসিম উদ্দিনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।’

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সিরাজুল মোস্তফা বলেন, ‘শিলখালী সেগুনবাগিচা এলাকায় জসিম উদ্দিন নামে এক ব্যক্তি খুন হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে এবং হত্যার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানান।