ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ইসলমাপুরে অবস্থিত জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহ ইসলমাপুরে খতমে কোরআন ও খতমে বুখারি উপলক্ষে ৭৫তম ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।
বুধবার (১০ ডিসেম্বর) বাদ জোহর থেকে শুরু হয়ে পর দিন ফজর পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দেশের প্রখ্যাত উলামায়ে কেরাম, কারী ও ইসলামী গবেষকরা বয়ান ও নসিহত পেশ করবেন।
এই সম্মেলন উপলক্ষে প্রতিবছর অসংখ্য ধর্মপ্রাণ মানুষের ঢল নামে। মাদরাসা ময়দান রূপ নেয় জনসমুদ্রে। তারা দূর-দূরান্ত থেকে ট্রাক, বাস, ভ্যান, মোটরসাইকেলে এবং হেঁটে হেঁটেও মাহফিলে উপস্থিত হন।
সম্মেলনের সভাপতিত্ব করবেন প্রতিষ্ঠাতা মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা হাফেজ জিয়াউদ্দিন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী।
এছাড়াও দেশবরেণ্য আলেম-মাশায়েখ, গবেষক ও অতিথিবৃন্দ সম্মেলনে যোগ দেবেন বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।
সম্মেলনে কোরআনে কারিমের তিলাওয়াত, হামদ-নাত, উপস্থাপনা, আলোচনাসহ উলামায়ে কেরামের গুরুত্বপূর্ণ বয়ান থাকবে। পাশাপাশি বার্ষিক অডিট রিপোর্ট পেশ, মুনাজাত এবং খতমে বুখারির দোয়ায় দিনব্যাপী অনুষ্ঠানের কার্যক্রম শেষ হবে।
মহাসম্মেলন স্মরণীয় করে তুলতে প্রতিষ্ঠানটির মুহতামিম মুফতি মাহমুদুল হক আযীযী সকল ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতি কামনা করেছেন। তিনি বলেন, এটি একটি দ্বীনি ও আধ্যাত্মিক মাহফিল। আমরা সম্মিলিতভাবে উপস্থিত হলে উপকৃত হবো এবং সাওয়াবের অংশীদার হতে পারবো।
সম্মেলনকে কেন্দ্র করে এলাকাজুড়ে ইতোমধ্যে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আয়োজকরা সফল ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেছেন।



