লৌহজংয়ের পদ্মায় বাদামবোঝাই ট্রলার ডুবে বৃদ্ধ নিখোঁজ

‘মাওয়া নৌ-পুলিশ এসব বিষয়ে দেখাশোনা করে থাকে, তাই তারা এ বিষয়ে বলতে পারবেন। আমাদের কাছে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো খবর আসেনি।’

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
লৌহজংয়ের পদ্মায় বাদামবোঝাই ট্রলার ডুবে বৃদ্ধ নিখোঁজ
লৌহজংয়ের পদ্মায় বাদামবোঝাই ট্রলার ডুবে বৃদ্ধ নিখোঁজ |নয়া দিগন্ত

লৌহজংয়ের মেদিনীমন্ডল ইউনিয়নের যশলদিয়া সংলগ্ন পদ্মা নদীতে বাদাম বোঝাই ট্রলার ডুবে আব্দুল মজিদ খা(৬৮) নামের এক বৃদ্ধ নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আব্দুল মজিদ খা উপজেলার যশলদিয়া গ্রামের বাসিন্দা এবং যশলদিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক মালি ছিলেন।

জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে যশলদিয়া বাজার থেকে বাদামবোঝই বস্তাসহ একটি ছোট ট্রলারযোগে ১১জন ফরিদপুরের মাতবরচর হাটে যাওয়ার সময় পদ্মা নদীর তীব্র স্রোতে মাঝের চরের মূল পদ্মায় ট্রলারটি ডুবে যায়। এ সময় ওই ১১জনই পদ্মা নদীতে পড়ে গেলে তাৎক্ষণিকভাবে ১০জন আশেপাশে থাকা অন্য ট্রলারের মাধ্যমে তীরে আসতে সক্ষম হন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় কয়েকজন ট্রলারযাত্রীদের বরাত দিয়ে যশলদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করে জানান, ডুবে যাওয়া ট্রলারের যাত্রী রুবেল, ফারুকসহ আরো ১০জন ঘটনাস্থলের আশেপাশে থাকা অন্য ট্রলারের সহযোগিতায় তীরে উঠে আসতে পারলেও একপর্যায়ে মজিদ খাঁকে আর পাওয়া যায়নি। পদ্মায় প্রচন্ড ঢেউ ও ঘূর্ণায়মান স্রোতের তোড়ে তিনি ভেসে যেতে পারেন বলে প্রত্যক্ষদর্শী ট্রলারযাত্রীরা ধারণা করছেন।

এ ঘটনায় নিখোঁজের স্বজনেরা পদ্মায় মাইকিং করে থাকা জেলেদের অবগত করার পাশাপাশি নিখোঁজের সন্ধান চালিয়ে যাচ্ছেন বলে তিনি আরো জানান।

এদিকে নিখোঁজ ব্যক্তির স্বজনদের মাধ্যমে এ ঘটনায় খবর পেয়ে সকাল ৭টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড কম্পোজিট মাওয়া পদ্মা স্টেশনের সদস্যরা তাদের নিজস্ব ট্রলার ও ডুবুরী টিম সাথে নিয়ে দুপুর পোনে ১টা পর্যন্ত ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করলেও বিকেল ৪টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সন্ধান পাওয় যায়নি।

এ বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গনি জানান, এসব বিষয়ে মাওয়া নৌ-পুলিশ দেখাশোনা করে থাকে, তাই তারা এ বিষয়ে বলতে পারবেন। আমাদের কাছে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো খবর আসেনি।