ভারতের পানিতে পরশুরাম ফুলগাজীর পর ডুবে যাচ্ছে ছাগলনাইয়া

দুই দিন ধরে বন্যার পানিতে উপজেলার বেশিরভাগ গ্রামের বাড়িঘর-রাস্তাঘাট কয়েক ফুট পানির নিচে তলিয়ে রয়েছে।

Location :

Chagalnaiya
ভারতের পানিতে পরশুরাম ফুলগাজীর পর ডুবে যাচ্ছে ছাগলনাইয়া
ভারতের পানিতে পরশুরাম ফুলগাজীর পর ডুবে যাচ্ছে ছাগলনাইয়া |ছবি : নয়া দিগন্ত

ছাগলনাইয়া-পরশুরাম (ফেনী) সংবাদদাতা
ফেনী অঞ্চলে তিন ধরে ভারী বৃষ্টিপাত না থাকলেও ভারতের ত্রিপুরা রাজ্য থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলের পানির তোড়ে মুহুরী নদী, কহুয়া ও সিলোনিয়া নদীর ২৫টির বেশি স্থানে ভাঙ্গা বেঁড়িবাধ দিয়ে হু হু করে বাংলাদেশে বন্যার পানি ঢুকছে।

ফেনীর পরশুরাম, ফুলগাজী উপজেলায় বন্যার পানি কিছুটা কমলেও ভাটির দিকের দক্ষিণের উপজেলা ছাগলনাইয়ায় বন্যার ভয়াবহতা বৃদ্ধি পাচ্ছে। দুই দিন ধরে বন্যার পানিতে উপজেলার বেশিরভাগ গ্রামের বাড়িঘর-রাস্তাঘাট কয়েক ফুট পানির নিচে তলিয়ে রয়েছে।

ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের তথ্য মতে- শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা পর্যন্ত ৬টি আশ্রয়কেন্দ্রে চার শতাধিক বন্যাদুর্গত মানুষ আশ্রয় নিয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। পাশাপাশি কয়েকটি সেচ্ছাসেবী সংগঠনও কেন্দ্রগুলোতে খাবার ও সেবা প্রদান করছে বলে জানা গেছে।

ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়ন, রাধানগর, পৌরসভা ও পাঠাননগর ইউনিয়নের মানুষ বন্যায় বেশি ক্ষতির মুখে পড়েছেন। পরশুরাম ও ফুলগাজী উপজেলায় পানি কিছুটা কমলেও দক্ষিণের ভাটির জনপদ ছাগলনাইয়া উপজেলায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।

কোথাও কোথাও উঁচ এলাকা থেকে নিচের দিকে পানি সরে যাওয়ায় পানি কিছুটা কমার লক্ষণ দেখা যাচ্ছে। শুক্রবার পর্যন্ত ছাগলনাইয়া-ফেনী সড়কের (ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়ক) ওপর দিয়ে উত্তর দিক থেকে প্রবল বেগে বন্যার পানি প্রবাহিত হচ্ছিল। ঝুঁকি নিয়ে চলছিল যানবাহন।

উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভার বেশিরভাগ সড়ক পানির নিচে তলিয়ে থাকায় সড়ক পথে যাতায়াত বন্ধ রয়েছে। বিশেষ করে পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া, বাঁশপাড়া, রাধানগর ইউনিয়নের নিজপানুয়া, বেতেগা, কাশিপুর, নিচিন্তা, মহামায়ার উত্তর সতর, দক্ষিণ সতরসহ ২৫টির বেশি গ্রামের ১০ হাজারের বেশি মানুষ পানিবন্দি রয়েছেন বলে জানা গেছে।

বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় ছাগলনাইয়া উপজেলার উত্তর সতর ও এলনা পাথর গ্রামে বিদ্যুৎ সরবরাহ কয়েকদিন ধরে বন্ধ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সরকারিভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। স্কুল-মাদরাসার অভ্যন্তরীণ পরীক্ষাও স্থগিত করা হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে চলমান এইচএসসি পরীক্ষা ও বাংলাদেশ মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে সারাদেশে গত বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

শুক্রবার বিকেলে উপজেলার বন্যাদুর্গত এলাকাগুলোতে বিএনপি, জামায়াত, ছাত্রশিবির, বিজিবিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা রান্না করা খাবার ও শুকনো খাবার বিতরণ করেছেন ।

এ ব্যাপারে জানতে চাইলে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমা নয়া দিগন্তকে জানান, বানভাসি মানুষের খাদ্য ও নিরাপত্তা বিধানে উপজেলা প্রশাসন সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে। সরকারি প্রচেষ্টার পাশাপাশি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে দুর্যোগপূর্ণ পরিস্থিতি উত্তরণের জন্য শেষ সময় পর্যন্ত সবার সহযোগিতা কামনা করেছেন তিনি ।