কুলাউড়ায় ২ হাজার কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

রোববার দুপুরে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহি উদ্দিন।

ময়নুল হক পবন, কুলাউড়া (মৌলভীবাজার)

Location :

Maulvibazar
২ হাজার কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
২ হাজার কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ |নয়া দিগন্ত

২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধান (উপশী ও হাইব্রিড), চিনাবাদাম, অড়হড় ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহি উদ্দিন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো: জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বনবিভাগের কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা মো: আব্দুল আহাদ, পশু সম্পদ অফিসার নিবাস পাল, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: খোরশেদ আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় চলতি রবি মৌসুমে দুই হাজার ৮৬ জন কৃষকের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হবে।