খুলনায় দুই সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা

শনিবার বিকাল সোয়া ৩টার দিকে নগরীর শিববাড়ী মোড়ে সুলতান ডাইনের সামনে এ ঘটনা ঘটে। আহত দুই সাংবাদিককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরশাদ আলী, খুলনা ব্যুরো

Location :

Khulna
খুলনায় দুর্বৃত্তদের হামলার শিকার দুই সাংবাদিক
খুলনায় দুর্বৃত্তদের হামলার শিকার দুই সাংবাদিক |নয়া দিগন্ত

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সহ-সভাপতি ও দৈনিক আমার দেশের খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন ও খুলনা ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ, আমার দেশের স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনির ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার বিকাল সোয়া ৩টার দিকে নগরীর শিববাড়ী মোড়ে সুলতান ডাইনের সামনে এ ঘটনা ঘটে। আহত দুই সাংবাদিককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাংবাদিক শাওনের সাথে হাসপাতালে কথা হলে তিনি জানান, শিববাড়ি মোড়ে পৌঁছানোর সাথে সাথে অপরিচিত লোকজন তাদের ঘিরে ধরে শাওনকে জানতে চায়। পরিচয় পাওয়ার পর কিছু বুঝে ওঠার আগেই তারা হামলা শুরু করে। কামরুল মনি প্রতিবাদ করলে তাকেও পিটিয়ে তারা চলে যায়।

এ ঘটনায় অবিলম্বে দায়ী ব্যক্তিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দেয়ার দাবি জানিয়েছেন বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয় ও কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন ও রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।