শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

দুপুরে মজনু রহমান বাড়ির পাশে সেচ পাম্পের মোটরের সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা

Location :

Shailkupa
শৈলকুপা থানা
শৈলকুপা থানা |সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে মজনুর রহমান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার মহিষাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

মজনুর রহমান মহিষাডাঙ্গা গ্রামের বাসিন্দা।

জানা গেছে, দুপুরে মজনু রহমান বাড়ির পাশে সেচ পাম্পের মোটরের সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, বিদ্যুৎস্পৃষ্টে মজনুর রহমান নামে এক ব্যক্তি মারা গেছে বলে শুনেছি।