বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এম পি অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, ‘কেয়ার টেকার সরকারের অধীনে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভোটাররা নির্বিঘ্নে নিজ নিজ ভোট দিতে পারবেন। এতে দিনের ভোর আর রাতে হবে না। ১০টি হোন্ডা, ২০টি গুন্ডা দিয়ে আর নির্বাচন ঠান্ডা করা যাবে না।’
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে জেলা জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক মজিবুর রহমান বলেন, ‘এখনো ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে পিআর পদ্ধতিতেই নির্বাচন করতে হবে। এই পদ্ধতি ছাড়া নির্বাচন করা হলে গুণগত মান ভাল হবে না।’
প্রধান অতিথি বলেন, ‘সাধারণ ভোটারদের মাঝে এখন আওয়াজ উঠেছে এতদিন আমরা এই দল সেই দলকে ভোট দিয়ে এসেছি কিন্তু দেশের কোনো পরিবর্তন আসেনি। এখন জামায়াতে ইসলামীকে দেখার পালা।’
তিনি আরো বলেন, ‘এই দেশে আল্লাহর আইন চালু না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামী ক্ষ্যান্ত হবে না।’
জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা সাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ও সাবেক এমপি অধ্যক্ষ ড. সামীউল হক ফারুকী।
আরো বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও নেত্রকোনা-৩ আসনের মনোনিত প্রার্থী মো: দেলোয়ার হোসেন সাইফুল, জেলা জামাতের সহকারী সেক্রেটারি ও নেত্রকোনা-৫ আসনের মনোনিত প্রার্থী অধ্যাপক মাছুম মোস্তফা, জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য মনোনিত প্রার্থী মো: আল-হেলাল তালুকদার, কলমাকান্দা উপজেলা আমির ও নেত্রকোনা-১ আসনের মনোনিত প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হাসেম. জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি জহিরুল ইসলাম, মাওলানা কামাল উদ্দিন প্রমুখ।