লালপুরে আসামি ছিনতাইয়ের ঘটনায় ৩ যুবক আটক

নাটোরের লালপুরে ছাত্রলীগ কর্মীকে আটকের পর পুলিশের নিকট থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিন যুবককে আটক করেছে পুলিশ।

লালপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Lalpur
লালপুরে আসামি ছিনতাইয়ের ঘটনায় ৩ যুবক আটক
লালপুরে আসামি ছিনতাইয়ের ঘটনায় ৩ যুবক আটক |নয়া দিগন্ত

নাটোরের লালপুরে ছাত্রলীগ কর্মীকে আটকের পর পুলিশের নিকট থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিন যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় নয় দিগন্ত সহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে দেশব্যাপী তোলপাড়ের সৃষ্টি হয়।

এরপর নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। ভিডিও ফুটেজ দেখে সোমবার (১০ নভেম্বর) সকালে অভিযান চালিয়ে এসব যুবকদের আটক করে পুলিশ। ছিনিয়ে নেওয়া সেই ছাত্রলীগ কর্মীর নাম সাহিদ আলী। সে উপজেলার মাধবপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

আটকরা হলেন- উপজেলার বাকনাই কদম তলা গ্রামের ইকবাল আলীর ছেলে মেহেদী হাসান (২৪), বজলুর রহমানের ছেলে নয়ন আলী (২৫), কৃষ্ণপুর গ্রামের হামিদ প্রামাণিকের ছেলে রাসেল আহমেদ (৩০)।

থানা সূত্রে জানা যায়, গত শনিবার (৮ নভেম্বর) বিকেলে বিলমাড়িয়া ইনডোর স্টেডিয়ামে আয়োজিত বিলমাড়িয়া সুপার লীগের চতুর্থ ম্যাচ খেলার মধ্য বিরতির সময় সাদা পোশাকে পুলিশের কয়েক জন সদস্য সাহিদ আলী নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করে।

এসময় হ্যান্ডকাপ পরালে উপস্থিত দলীয় নেতা কর্মীসহ মাঠের দর্শক পুলিশ সদস্যদের জিম্মি করে ফেলে। এরপর তার হ্যান্ডকাপ খুলে দেয়া হয়। সরকারি কাজে বাধা প্রদান ও আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগে লালপুর থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। পরে ধারণকৃত ভিডিও ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করে পুলিশ।

লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো: রফিকুল ইসলাম জানান, সরকারি কাজে বাধা প্রদান ও আসামি ছিনতাইয়ের ঘটনায় তিন যুবককে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।