খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য ভর্তির ফরম কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ক্ষনি রঞ্জন ত্রিপুরা।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও মানিকছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ করিম।
সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন। উপজেলা যুবদলের আহ্বায়ক মো: মকবুল আহমেদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: শামসুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীদের কোনো ছাড় নাই। আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। তারা যেন সুশৃঙ্খল দেশটাকে আবারো বিশৃঙ্খল সৃষ্টি করতে না পারে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। দলকে সুসংগঠিত করতে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। সামনেই নির্বাচন ঐক্যবদ্ধ থেকে যেকোনো মূল্যে ওয়াদুদ ভূইয়াকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। সেক্ষেত্রে সাধারণ পাহাড়ি-বাঙ্গালী ভাইদের ভালোবাসা ও আন্তরিকতা দিয়ে কাছে টানতে হবে।’
এ সময় স্বতঃস্ফূর্তভাবে নতুন সদস্যদের মাঝে ফরম বিতরণ করা হয় এবং পুরাতন সদস্যদের নবায়নের কার্যক্রম শুরু করা হয়। বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য ভর্তির ফরম কার্যক্রম অনুষ্ঠানে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।