রংপুরে ১০ দলের নির্বাচনী জনসভায় উপস্থিত হচ্ছেন নেতাকর্মীরা

‘সরকার গঠন করতে পারলে বিশেষ বরাদ্দের মাধ্যমে এই অঞ্চলকে এগিয়ে নেয়ার চেষ্টা করবেন জামায়াত আমির।’

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
ছবি : নয়া দিগন্ত

রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে ১০ দলের নির্বাচনী জনসভায় উপস্থিত হচ্ছেন নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্য রাখার কথা রয়েছে জামায়াত আমির ডা: শফিকুর রহমানের।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ১০ দলীয় জোট। প্রস্তুত মঞ্চ। নগরী জুড়ে টাঙানো হয়েছে ব্যানার ও ফেস্টুন। করা হচ্ছে মাইকিং।

আয়োজকরা আশা করছেন পাবলিক লাইব্রেরির মাঠ ছড়িয়ে সমাবেশ নামবে নগরীর প্রত্যেকটি রাস্তায়।

স্থানীয় আক্কাস আলী জানান, আমরা দাঁড়িপাল্লায় ভোটও দেবো। সরকারও গঠন করবো। দেশ থেকে বৈষম্য দূর করব।

রংপুর মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, বাংলাদেশপন্থী ১০ দলের জোটের হয়ে প্রথম রংপুর অঞ্চল সফর করছেন জামায়াত আমির। তার মানে হলো রংপুর অঞ্চলকে তিনি গুরুত্ব দিচ্ছেন।

মহানগর জামায়াতের সেক্রেটারি আনোয়ারুল ইসলাম কাজল বলেন, এরই মধ্যে মঞ্চ প্রস্তুত। জনসভার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

মহানগর জামায়াত আমির এটিএম আজম খান জানান, রংপুর অঞ্চল দীর্ঘ ৫৪ বছর ধরে বঞ্চনার শিকার। আমরা আশা করছি- সরকার গঠন করতে পারলে বিশেষ বরাদ্দের মাধ্যমে এই অঞ্চলকে এগিয়ে নেয়ার চেষ্টা করবেন জামায়াত আমির।

জামায়াত সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও রংপুর অঞ্চলের জামায়াত, এনসিপি ও ১০ দলীয় জোটভুক্ত প্রার্থীরা জনসভায় বক্তব্য রাখবেন।