লালপুরে ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা তোফা আটক

উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

লালপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
গ্রেফতার আওয়ামী লীগ নেতা
গ্রেফতার আওয়ামী লীগ নেতা |নয়া দিগন্ত

নাটোরের লালপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন তোফাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তোফা দুড়দুড়িয়া ইউপি চেয়ারম্যান ও দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিশেষ অভিযান ডেভিল হান্ট-২ এর অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।