ডাকসুতে বিজয় উপলক্ষে সাতকানিয়া-লোহাগাড়ায় শহীদদের কবর জিয়ারত করল ছাত্রশিবির

শিবির সবসময় শহীদদের আদর্শ ও ত্যাগকে লালন করে এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে দৃঢ়ভাবে পাশে থাকবে।

Location :

Chattogram
শহীদদের কবর জিয়ারত করে ছাত্রশিবিরের নেতাকর্মীরা
শহীদদের কবর জিয়ারত করে ছাত্রশিবিরের নেতাকর্মীরা |নয়া দিগন্ত

মনজুর আলম, সাতকানিয়া (চট্টগ্রাম)

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয় উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ায় শহীদদের কবর জিয়ারত করেছে ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম দক্ষিণ জেলার ১২ জন শহীদের কবর জিয়ারত করে শিবিরের নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বাদ ফজর থেকে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম জেলা দক্ষিণ সভাপতি আসিফুল্লাহ মুহাম্মদ আরমানের নেতৃত্বে চট্টগ্রাম দক্ষিণ জেলার ১২ জন শহীদের কবর জিয়ারত করা হয়। এরমধ্যে সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের জহির উদ্দিন মুহাম্মদ লিটন, পশ্চিম ঢেমশা ইউনিয়নের আনোয়ার হোসাইন ও বোরহান উদ্দিন, এওচিয়া ইউনিয়নের মুহাম্মদ সালাহউদ্দিন, চরতি ইউনিয়নের রহিম উদ্দিন এবং ছদাহা ইউনিয়নের জাহাঙ্গীর আলম সবুজ ও মাহফুজুল হক চৌধুরীর কবর জিয়ারত করা হয়।

একইসাথে জেলা সেক্রেটারি এম আসহাব উদ্দিনের নেতৃত্বে লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের সাকিবুল ইসলাম, চুনতি ইউনিয়নের জুবাইরুল ইসলাম, বড়হাতিয়া ইউনিয়নের হাফেজ আবদুর রহিম ও এনামুল হক লালু এবং জুলাই আন্দোলনের শহীদ ইশমামুল হকের কবর জিয়ারত করা হয়।

কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও জেলা ছাত্রশিবিরের সভাপতি আসিফুল্লাহ মুহাম্মদ আরমান বলেন, ‘আল্লাহ তায়ালা ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের ঐতিহাসিক বিজয় দান করেছেন। তাই কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা চট্টগ্রাম জেলা দক্ষিণের অন্তর্গত ছাত্রশিবিরের এবং জুলাই অভ্যুত্থানে প্রাণ দেয়া শহীদদের স্মরণে আমরা তাদের কবর জিয়ারত করেছি। পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছি। শিবির সবসময় শহীদদের আদর্শ ও ত্যাগকে লালন করে এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে দৃঢ়ভাবে পাশে থাকবে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি এম আসহাব উদ্দিন, অফিস সম্পাদক জিল্লুর রহমান, অর্থ সম্পাদক খন্দকার মুহাম্মদ মোকাম্মেল, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন আরাফাত, সাহিত্য সম্পাদক ইমাম হোসাইন, প্রকাশনা সম্পাদক নাঈমুল্লাহ মুহাম্মদ জাকারিয়া, সাতকানিয়া শহর ছাত্রশিবিরের সভাপতি গোলাম কিবরিয়া, কেরানীহাট ছাত্রশিবিরের সভাপতি হাবিবুল্লাহ ফয়সাল, চন্দনাইশ দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ হাবিবুল্লাহ, লোহাগাড়া পূর্ব ছাত্রশিবিরের সভাপতি রাসেল উদ্দিনসহ থানা ও স্থানীয় নেতৃবৃন্দ।